দেশ এক্সপ্রেস

বান্দরবানে রাতেও বন্ধ থাকবে দূরপাল্লার বাস চলাচল

মিডিয়া এক্সপ্রেস ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ নভেম্বর ০৫, ০৩:৪০ অপরাহ্ন
#

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে বান্দরবানে সকাল থেকে বন্ধ আছে দূরপাল্লার বাস চলাচল। রাতেও দূরপাল্লার বাস ছাড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (৫ নভেম্বর) দুপুরে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এতথ্য জানা গেছে।

বান্দরবান-কেরানীহাট সড়কের পুবালী বাস সার্ভিসের সুপারভাইজার মো. আমিন জানান, সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। তবে বেলা সাড়ে ১১টা থেকে এ সড়কে বাস চলাচল করছে।

হানিফ পরিবহনের বান্দরবান কাউন্টারের দায়িত্বে থাকা মো. আবদুল্লাহ বলেন, অবরোধের কারণে সকাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। রাতেও কোনো বাস স্টেশন ছেড়ে যাবে না।

বান্দরবান-ঢাকা পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, অবরোধের কারণে সকাল থেকে বান্দরবান, চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। রাতেও ছাড়বে না।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, পুলিশ সতর্ক অবস্থানে আছে। তবে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video